ঢাকা | বঙ্গাব্দ

শরিফুলের হাতে ক্ষত, ফিরবেন কবে

ভারতের বিপক্ষে গা গরমের ম্যাচে রান ঠেকাতে গিয়ে বোলিং-হ্যান্ডে ব্যথা পান শরিফুল ইসলাম।
  • | ০২ জুন, ২০২৪
শরিফুলের হাতে ক্ষত, ফিরবেন কবে সংগৃহীত

ভারতের বিপক্ষে গা গরমের ম্যাচে রান ঠেকাতে গিয়ে বোলিং-হ্যান্ডে ব্যথা পান শরিফুল ইসলাম। সেখানে অল্প ক্ষতের দেখা দিয়েছে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী ব্যাপারটিকে উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন।


নিউইয়র্কে গত শনিবার (১ জুন) ভারতের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচের ২০তম ওভারে বল করতে এসে আঘাত পান শরিফুল। হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙুলে আঘাত পান তিনি। 


এরপরই মাঠ ছেড়ে যান, তাকে নিয়ে যাওয়া হয় পাশের এক হাসপাতালে। দেবাশীষ বলেন, ‘এখানে একজন হ্যান্ড সার্জন আছেন, শরিফুলকে দেখাতে নিয়ে যাওয়া হয়েছে।


শরিফুল আঘাতটা পেয়েছেন বাঁহাতে। তর্জনী ও মাঝের আঙুলের মাঝামাঝি জায়গায় বলটা গিয়ে পড়ে। দেবাশীষ বলেন, ‘আপনারা জানেন যে ওর (শরিফুল) বোলিং-হ্যান্ডে ইনজুরি। তর্জনী ও মধ্যমার মাঝামাঝি জায়গায় একটা ক্ষত হয়েছে। হ্যান্ড সার্জন যিনি আছেন, তিনি এই ফিল্ডে এক্সপার্ট। তো আমরা আশা করছি, পজিটিভ কোনো খবর পেতেও পারি।


আগামী ৮ জুন ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ওই ম্যাচে কি শরিফুল খেলতে পারবেন? শঙ্কা থেকেই যাচ্ছে। 


এমনকী এ চোটের কারণে তিনি আরও ম্যাচ মিস করেন কিনা, সেটাও প্রশ্ন। দেবাশীষ এখনই এসবের কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি জানান, ‘এই মুহূর্তে বলা (শরিফুল প্রথম ম্যাচে খেলবেন কিনা) কঠিন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাকে বেস্ট চিকিৎসা দেয়ার।