ঢাকা | বঙ্গাব্দ

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস প্রয়াত বাবা, যা বললেন নিজামীর ছেলে

  • নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০২৪
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস প্রয়াত বাবা, যা বললেন নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।

প্রয়াত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন জানিয়েছেন, চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় বেকসুর খালাস পাওয়া এটাই প্রমাণ করে যে, মাওলানা নিজামীকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ এনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে পুনরায় প্রমাণিত হলো যে, তার বাবা নির্দোষ ছিলেন।


তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশের প্ররোচনায় মাওলানা নিজামীকে এই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অথচ মামলার তদন্ত ও বিচারকালে তাঁর কোনো সংশ্লিষ্টতার প্রমাণ উপস্থাপন করতে পারেনি সরকারপক্ষ।


আজ বুধবার (১৮ ডিসেম্বর) হাইকোর্টের রায়ে মাওলানা নিজামী খালাস পাওয়ার পর এক বিবৃতিতে ব্যারিস্টার নাজিব মোমেন এই মন্তব্য করেন। তিনি বলেন, পুরো বিষয়টি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। খালাস পাওয়ার মধ্য দিয়ে এটি স্পষ্ট হলো যে, মামলাটি ছিল একটি প্রহসন।


তিনি জোর দিয়ে বলেন, তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা অভিযোগে যেসব তথ্য-প্রমাণ ছাড়াই মাওলানা নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছিল, তা ছিল বিচারিক হত্যার শামিল। তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডসহ ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত সকল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারিক হত্যার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করা উচিত।


উল্লেখ্য, আজ বহুল আলোচিত চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় মাওলানা নিজামীকে দেওয়া মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড বাতিল করে হাইকোর্ট খালাস দিয়েছেন।


thebgbd.com/NIT