টি-টোয়েন্টি বিশ্বকাপের এখন পর্যন্ত অনুষ্ঠিত ৯ আসরেই খেলেছে বাংলাদেশ। কোনো আসরেই আশানুরূপ ফলাফল করতে পারেনি টাইগাররা। বড় দল ওয়েস্ট ইন্ডিজকে একবার কেবল হারিয়েছিল টাইগাররা।
এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন কোনো উল্লেখযোগ্য অর্জন নেই টাইগারদের। হতাশাজনক এই যাত্রার পরেও বাংলাদেশকে সম্ভাবনাময় দল বলছেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা তারকা যুবরাজ সিং।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ হারের পর ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি টাইগাররা। এমন পারফরম্যান্সের পরেও বাংলাদেশকে বিপজ্জনক দল বলছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। তবে টাইগারদের ধারাবাহিকতার অভাবকে ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করেছেন তারকা এই ক্রিকেটার।
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যুবরাজ বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনা আছে। তারা খুবই বিপজ্জনক দল। আগেও বেশ কিছু অঘটন ঘটিয়েছে তারা। তবে বিশ্বকাপ জিততে হলে আপনাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। যা বাংলাদেশ করতে পারছে বলে আমি দেখিনি। আমার মনে হয় তাদের সেই সামর্থ্য আছে। আপনাদের অপেক্ষা (কী ঘটে দেখার জন্য) করতে হবে এবং দেখতে হবে।
এবারের বিশ্বকাপে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ২০০৭ বিশ্বকাপে ৬ ছক্কা মারা যুবরাজ। সেমিফাইনালে কারা খেলবে এমন প্রশ্নের জবাবে খানিকটা অদ্ভুত উত্তর দেন তিনি। ছয় বারের ওয়ানডে বিশ্বকাপ এবং একবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সেরা চারে ওঠার কোনো সম্ভাবনাই দেখছেন না এই তারকা। তার মতে, সেমিফাইনালের চার দল হবে, ‘ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নো অস্ট্রেলিয়ানন্স (অস্ট্রেলিয়া বাদে অন্য কোনও দল)।
তবে যুবরাজের নজর ভারত–পাকিস্তান ম্যাচের (৯ জুন) দিকে, ‘আমি সেদিকেই তাকিয়ে আছি। আসলে ভারত-পাকিস্তানের ম্যাচ কখনও (মাঠে এসে) দেখিনি। আমি খেলেছি এমন ম্যাচ আছে, আর টিভিতে দেখেছি। মাঠে এসে এবারই প্রথম দেখব। চাপটা কেমন তাই জানি না।’
এবারের বিশ্বকাপে নিজের দেশ ভারতই চ্যাম্পিয়ন হবে বলে বিশ্বাস যুবরাজের, আমি বিশ্বাস করি আমাদের বড় টুর্নামেন্ট জেতার আত্মবিশ্বাস আছে।
ভারত যদি নিজের ওপর বিশ্বাস রাখে এবং তারা যদি তাদের পূর্ণ সামর্থ্য অনুযায়ী খেলে, তাহলে শিরোপা জিততে পারে। ভরত আইসিসি ট্রফি জিতেছে অনেকদিন হয়ে গেছে। আশা করছি এবার আমাদের দল এই অপেক্ষার অবসান ঘটাবে। আমার প্রত্যাশা (ফাইনালে খেলবে) ভারত এবং সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান, তবে অস্ট্রেলিয়া নয়।