ভারতের লোকসভা নির্বাচনের পরপরই প্রকাশিত বেশিরভাগ বুথফেরত জরিপই ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ব্যাপক জয়ের পূর্বাভাস দেয়। এই বুথফেরত জরিপকে ‘জালিয়াতি’ বলে অভিহিত করেছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুভ রাঠি। একই সঙ্গে জালিয়াতির ঘটনা তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৪ জুন) লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বুথফেরত জরিপ জালিয়াতির তদন্ত হওয়া উচিত। তারা কি শেয়ারবাজারে কারসাজি করার জন্যই এসব করেছে? নাকি এটা করার জন্য তাদের কেউ হুমকি দিয়েছে?
এক সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত ছিলেন ধ্রুভ রাঠি। ভক্ত থেকে সম্প্রতি কঠোর সমালোচক হয়ে উঠেছেন তিনি। রাজনীতিসহ নানা বিষয়ে ইউটিউব ভিডিও তৈরি করেন ২৯ বছর বয়সী এই যুবক। ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা দুই কোটির বেশি। ইউটিউবে মোদি কিংবা দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীরও এত অনুসারী নেই।
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে সাত দফার বিশাল নির্বাচনী যজ্ঞ শুরু হয় ১৯ এপ্রিল। টানা দেড় মাস পর গত শনিবার (১ জুন) শেষ হয়। ভারতের লোকসভা নির্বাচনের শুরু থেকেই অনেকে দাবি করেন, এবারও বড় জয় পাবে ক্ষমতাসীন বিজেপি। এমনকি ভোটের পর বুথফেরত জরিপেও মেলে একই আভাস।
তবে মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে টক্কর দিচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোট। এর ফলে ভারতের শেয়ারবাজারে ধস নেমেছে।
এনডিটিভি জানিয়েছে, ভারতীয় স্টক মার্কেট এ পর্যন্ত ৬ হাজার পয়েন্ট হারিয়েছে। করোনা মহামারি শুরুর পর এটি ভারতীয় বাজারে একদিনের সবচেয়ে বড় পতন।
পার্লামেন্টের নিম্নকক্ষ ৫৪৩ সদস্যের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের ২৭২টি আসন প্রয়োজন। তবে গত শনিবার বেশিরভাগ বুথফেরত জরিপই জানায়, এনডিএ জোট ৩৫০টির বেশি আসন পেতে পারে এনডিএ। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরতে পারেন মোদি।
বুথফেরত জরিপের ফলাফলে বেশ উচ্ছ্বসিত ও উজ্জীবিত হয়ে ওঠে গেরুয়া শিবির। তবে ‘ইনডিয়া’ জোট বুথফেরত জরিপ ‘ভুয়া’ বলে উড়িয়ে দেয়। জোটের নেতারা বলেন, ভোটের ফলাফল হবে বুথফেরত জরিপের ‘পুরোপুরি’ উল্টো।
ভোট গণনার পর বুথফেরত জরিপের ফল ঠিকই উল্টে যেতে লাগল। এরপর সময় যত গড়িয়েছে বিজেপি সুপ্রিম নরেন্দ্র মোদির সেই স্বপ্ন ফিকে হয়ে এসেছে। বিকাল পর্যন্ত দেখা গেছে, ফলাফলে মোদির বিজেপি এগিয়ে থাকলেও বিরোধী কংগ্রেসের উত্থান হয়েছে আশ্চর্যজনকভাবে।
সামগ্রিক ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলেও এখন পর্যন্ত ফলাফলের যে প্রবণতা তাতে বিজেপি শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হতে পারে বলে মনে করা হচ্ছে।
শেষ পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে ক্ষমতাসীন বিজেপিকে জোট সরকারের পথেই হাটতে হবে। সেক্ষেত্রে নির্ভর করতে হবে অপেক্ষাকৃত ছোট দলগুলোর ওপর। জোট সরকারে পার্লামেন্টে কোনো সিদ্ধান্তই আর নিজের মতো করে নিতে পারবে না বিজেপি।
এমনটাই বলছেন বিশ্লেষকদের একাংশ। লন্ডন-ভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আলকুইটি’র মাইক সেল বলেন, এই মুহূর্তে ভোটের গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজেপির সাথে পরবর্তী সরকার গঠনে এনডিএ-এর সমর্থন। তার মতে, বিজেপিকে এনডিএ-র সমর্থন সরকারের নীতির ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ।