ঢাকা | বঙ্গাব্দ

ওড়িশার মুখ্যমন্ত্রীর পদত্যাগ

এবারের বিধানসভা ভোটে ১৪৭ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৭৪ অতিক্রম করে বিজেপি একাই পেয়েছে ৭৮ আসন এবং সেখানে বিজেডি পেয়েছে ৫১ আসন।
  • | ০৫ জুন, ২০২৪
ওড়িশার মুখ্যমন্ত্রীর পদত্যাগ নবীন পটনায়েক

ভারতের ওড়িশার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছন নবীন পটনায়েক। এর মধ্য দিয়ে অবসান ঘটেছে টানা পাঁচ মেয়াদে ক্ষমতায় থাকা নবীনযুগের।

বুধবার (৫ জুন) রাজ্যপাল রঘুবির দাসের কাছে পদত্যাগপত্র জমা দেন নবীন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের এবং সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণেই পদত্যাক করলেন প্রবীণ এই রাজনৈতিক নেতা।

ওড়িশায় ১৪৭ আসনের মধ্যে ২০১৯ সালে নবীনের বিজেডি পায় ১১৩ আসন এবং বিজেপি পায় ২৩ আসন। তবে এবারের বিধানসভা ভোটে একেবারে উল্টে গেছে হিসেব। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৭৪ অতিক্রম করে বিজেপি একাই পেয়েছে ৭৮ আসন এবং সেখানে বিজেডি পেয়েছে ৫১ আসন।

তবে প্রাপ্ত ভোটের হারের দিক থেকে বিজেপির থেকে কিছুটা এগিয়ে রয়েছে বিজেডি। কিন্তু রাজ্য আর তাদের হাতে থাকল না। অন্যদিকে, লোকসভা ভোটেও ২১ আসনের মধ্যে কেবল ১টি আসন পেল বিজেডি, বিজেপি একাই পেয়েছে ১৯টি আসন।

সূত্র: আনন্দবাজার