ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বরগুনার আমতলীতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন গোলাম সরোয়ার ফোরকান। আর তালতলীতে জয়লাভ করেছেন মনিরুজ্জামান মিন্টু।
গতকাল বুধবার (৬ জুন) ভোটগ্রহণের পরে গণনা শেষে রাতে এ দুজনকে বিজয়ী ঘোষণা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তারা।
আমতলীতে চেয়ারম্যান পদে ৩৭ হাজার ১ শ ৮৮ পেয়ে বিজয়ী হয়েছেন গোলাম সরোয়ার ফোরকান। উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন, বেসরকারীভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে গোলাম সরোয়ার ফোনকান বিজয়ী হয়েছেন।
এ উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জেসিকা তারতিলা যুথি ও ভাইস চেয়ারম্যান হয়েছেন মোয়াজ্জেম হোসেন খান।
এদিকে, তালতলীতে মনিরুজ্জামান মিন্টু ২০ হাজার ৩’শ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাথী আকতার ও পুরুষ ভাইস চেয়ারম্যান হয়েছেন নয়ন বেপারি।