ঢাকা | বঙ্গাব্দ

লুক্সেমবার্গকে উড়িয়ে দিলো ফ্রান্স

রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে নাম লেখানোর পর প্রথম ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে।
  • | ০৬ জুন, ২০২৪
লুক্সেমবার্গকে উড়িয়ে দিলো ফ্রান্স প্রথম ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে

রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে নাম লেখানোর পর প্রথম ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। শুধু তাই নয়, একাধিকবার সতীর্থদের দিয়ে করিয়েছেন গোলও। এমবাপ্পের এমন দুর্দান্ত পারফরম্যান্সেই লুক্সেমবার্গের বিপক্ষে বড় জয় পেয়েছে ফ্রান্স। 


বুধবার (৫ জুন) দিবাগত রাতে লুক্সেমবার্গের জালে তিন গোল জড়িয়েছে ফরাসি ফুটবলাররা। এমবাপ্পে ছাড়াও গোলের দেখা পেয়েছেন রান্দার কোলো মুয়া নি এবং জোনাথন ক্লাউস। 


ঘরের মাঠ স্তাদে সেন্ট সেইম্ফোরিয়েনে শুরু থেকে বলের দখলের সঙ্গে সাঁড়াশি আক্রমণ চালাতে থাকে ফ্রান্স। তবে কিছুতেই আসছিল না গোলের দেখা। একটা সময় মনে হচ্ছিল গোলশূন্যভাবে শেষ হবে প্রথমার্ধ।


তবে কোলো মুয়ানি ৪৩তম খোলেন গোলের খাতা। এমবাপ্পের পাস থেকে বল জালে জড়ান তিনি। বিরতির পর স্বাগতিকরা দ্বিতীয় গোলের দেখা পায় ৭০তম মিনিটে। এবার রাইটব্যাক ক্লাউস তোলেন স্কোরশিটে নামে। এবারও বলের যোগানদাতা সেই এমবাপ্পে।

 সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পর এমবাপ্পে নিজেই খুঁজে নেন জালের ঠিকানা। ৮৫তম মিনিটে ব্র্যাডলি বারকোলার সহায়তায় ফ্রান্সের বড় জয় নিশ্চিত করেন তিনি। 


ইউরো শুরুর আগে ফ্রান্স আরও একটি প্রীতি ম্যাচ খেলতে। আগামী ১০ জুন সোমবার সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা।