ঢাকা | বঙ্গাব্দ

ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে ‘বোমা আছে’ বলে ফোন

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার ভুয়া খবর ছড়ানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ জুলাই, ২০২৫
ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে ‘বোমা আছে’ বলে ফোন ছবি : সংগৃহীত।

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার ভুয়া খবর ছড়ানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। র‍্যাব জানিয়েছে, পরকীয়া সম্পর্ক ঠেকাতেই একজন মা ছেলের ফ্লাইটে বোমা রয়েছে বলে মিথ্যা ফোন দেন।


শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান জানান, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


র‍্যাব ডিজি বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পেরে পরিকল্পনা করেন—যাতে তারা ফ্লাইটে না উঠতে পারেন। পরে ছেলের এক বন্ধুর কাছ থেকে ফ্লাইটসংক্রান্ত তথ্য নিয়ে ছেলের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে জানান—বিমানে বোমা আছে।”


এ ভুয়া তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটটি প্রায় ৩ ঘণ্টা ধরে তল্লাশি করা হয়, যদিও তাতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।


র‍্যাব প্রধান জানান, ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক বিরোধ থেকে ঘটেছে। তবে এটি একটি গুরুতর অপরাধ, যেটি বিমান চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলে। তদন্ত অব্যাহত রয়েছে।


thebgbd.com/NA