ঢাকা | বঙ্গাব্দ

কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান

মূলত ব্যবসায়ীদের বৈধ আয়কে করের আওতায় আনতেই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
  • | ০৭ জুন, ২০২৪
কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম

মূলত ব্যবসায়ীদের বৈধ আয়কে করের আওতায় আনতেই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, কালো টাকা যারা তৈরি করেন, তারা ইকোনমিতে ব্যবহারের জন্য করেন না, এটা দেশের বাইরেই বেশি চলে যায়। ভোগ বিলাসের জন্য বেশি ব্যবহার হয়।


আজ শুক্রবার (৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, এটা করা হয়েছে মূলত বিভিন্ন কারণে কিছু অপ্রত্যাশিত অর্থ থাকে, কোনো কারণে রিটার্নে দেখানো হয়নি। জমি ক্রয়-বিক্রয়ে আমাদের অজ্ঞাতেই কালো হয়ে যায়। এ রকম কিছু কারণে যে টাকা রিটার্নে হয়নি, সেটা বৈধ করা।


এ নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি এসেছিল পাশাপাশি সাধারণ মানুষের পক্ষ থেকেও দাবি ছিল বলে জানান এনবিআর চেয়ারম্যান।


এরপর এনবিআর চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়, তবে কি পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের অবৈধ সম্পদের ওপর ১৫ শতাংশ কর দিলে সেগুলো সাদা হয়ে যাবে? এমন প্রশ্নে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বেনজীরের বিষয়টা এখন আদালত দেখছে। এখানে এমন কোনো সুযোগ নেই। কোন ক্ষেত্রেই আর শূন্য শুল্ক থাকবে না বলেও জানান এনবিআর চেয়ারম্যান।