বিশ্বরেকর্ড সব সময়েই আনন্দের হয় না, গৌরবে ভাসায় না। এই যেমন সৌম্য সরকারের কথাই বলা যায়। আজ শনিবার (৮ জুন) টি২০ বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি, সেটা বেশ বিব্রতকর।
ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রান তাড়ায় বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করেন সৌম্য। তবে বিদায় নেন রানের খাতা খোলার আগেই। শূন্য রানে তিনি বিদায় নিতেই হয়ে যায় রেকর্ড। আন্তর্জাতিক টি২০ ম্যাচে এখন সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড সৌম্যর দখলে। এখন পর্যন্ত ১৩ বার ডাক মেরেছেন তিনি।
অবশ্য শীর্ষে সৌম্য একা নন, আয়ারল্যান্ড তারকা পল স্টার্লিংও ১৩ বার আন্তর্জাতিক টি২০তে শূন্য রানে আউট হয়েছেন। এ তালিকার তাদের পরেই আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা।
সৌম্যর লজ্জার রেকর্ডের দিনে বাংলাদেশ অবশ্য হারিয়েছে শ্রীলঙ্কাকে। তাওহীদ হৃদয়ের তাণ্ডবের পর শান্ত মেজাজে মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিং করে টাইগারদের পৌঁছে দেন জয়ের বন্দরে।