ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে ভূমিধসে নিখোঁজ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের ইসলামপুরে ভারী বৃষ্টির ফলে ভূমিধসের ঘটনায় নিখোঁজ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
  • | ১০ জুন, ২০২৪
সিলেটে ভূমিধসে নিখোঁজ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার মৃত করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শামীমা আক্তার রোজী (২৫) এবং তাদের দুই বছর বয়সী শিশুসন্তান তানি

সিলেটের ইসলামপুরে ভারী বৃষ্টির ফলে ভূমিধসের ঘটনায় নিখোঁজ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আজ সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে চামেলিবাগ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা।


মৃত তিনজন চামেলিবাগ এলাকার ২নং রোডের ৮৯নং বাড়ির মৃত রফিক উদ্দিনের ছেলে করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শামীমা আক্তার রোজী (২৫) এবং তাদের দুই বছর বয়সী শিশুসন্তান তানি। তাদের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এর আগে, সকাল ৬টার দিকে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলিবাগ এলাকায় একটি আধাপাকা বসতঘরের টিলা ধসে এ ঘটনা ঘটে। পরে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী লম্বা সময় কাজ করে। এসময় উদ্ধার কাজে স্থানীয়রাও সহযোগিতা করেন।


শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, ভূমিধসের ঘটনায় প্রথমে সাতজন মাটি চাপা পড়ে। এর মধ্যে চারজনকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা গেলেও নিখোঁজ ছিলেন একই পরিবারের তিনজন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। 


পুলিশ জানায়, টিলার নিচে ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা এই বাড়িটিতে দুটি পরিবার থাকতেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক পরিবারের চারজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করলেও ঘটনার প্রায় সাত ঘণ্টা পর বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।