ঢাকা | বঙ্গাব্দ

কলকাতার পার্ক স্ট্রিটে আগুন

রেস্তরাঁর উপরে যে অ্যাসবেস্টসের ছাদ রয়েছে, সেই ছাদে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নীচে পড়তেও দেখা যাচ্ছে।
  • | ১১ জুন, ২০২৪
কলকাতার পার্ক স্ট্রিটে আগুন আগুন নেভাতে কাজ করছে দমকলের নয়টি ইউনিট
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার অভিজাত এলাকা পার্ক ট্রিটের একটি বহুতল ভবনে মঙ্গলবার ভোরে আগুন লাগে। পার্ক সেন্টার নামে ওই বহুতল ভবনের আগুন নেভাতে দমকলের ৯টি ইউনিট কাজ করছে।

তবে আগুন ইতিমধ্যেই অনেকটা ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে গেছে কালো ধোঁয়ায়।

প্রাথমিক ভাবে জানা গেয়েছে, পার্ক সেন্টারের ওপরের তলায় একটি নাইটক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে। রয়েছে আরও কিছু দোকানপাট। অনুমান করা হচেআছ, ওই রেস্তোরাঁতেই আগুন লেগেছে।

রেস্তরাঁর উপরে যে অ্যাসবেস্টসের ছাদ রয়েছে, সেই ছাদে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নীচে পড়তেও দেখা যাচ্ছে। দুর্ঘটনা এড়াতে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ।

অন্য দিকে, রেস্তোরাঁর ভিতরে আটকে পড়াদেরও উদ্ধার করা হয়েছে। দমকল বাহিনী জানিয়েছে, ভিতরে তিন-চার জন আটকে ছিলেন। তাদের আগেই বের করে আনা হয় ভিতর থেকে। তার পর পুরোদমে শুরু হয় আগুন নেভানোর চেষ্টা।