ঢাকা | বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
  • | ১৩ জুন, ২০২৪
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩ ফাইল ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


আজ বৃহস্পতিবার (১৩ জুন) ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।


এসময় তাদের হেফাজত থেকে ২৫১ পিস ইয়াবা, ২৫২ গ্রাম হেরোইন ও ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা হয়েছে।