ঢাকা | বঙ্গাব্দ

পশ্চিম তীরের অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে: জাতিসংঘ

ইসরায়েলি সেনাবাহিনীর বেশিরভাগ হামলাই মানবাধিকার আইন লঙ্ঘন করে চালানো হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পশ্চিম তীরের বেসামরিকদের ওপর আগ্রাসনের পরিমাণ দিন দিন বাড়ছে।
  • | ১৯ জুন, ২০২৪
পশ্চিম তীরের অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে: জাতিসংঘ ভলকার তুর্ক

ইসরায়েলি আগ্রাসনের ফলে ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ভলকার তুর্ক।

মঙ্গলবার (১৮ জুন) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পশ্চিম তীর এবং গাজা উপত্যকার অধিবাসীদের দুর্বিষহ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভলকার তুর্ক। খবর আলজাজিরার।

ভলকার তুর্ক বলেন, ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপ হচ্ছে। পশ্চিম তীরে অক্টোবর থেকে ১৫ জুন পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৫২৮ জন ফিলিস্তিনি। এদের মধ্যে ১৩৩ জনই শিশু।

ইসরায়েলি সেনাবাহিনীর বেশিরভাগ হামলাই মানবাধিকার আইন লঙ্ঘন করে চালানো হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পশ্চিম তীরের বেসামরিকদের ওপর আগ্রাসনের পরিমাণ দিন দিন বাড়ছে।