ঢাকা | বঙ্গাব্দ

লেবাননকে চটাতে ইসরায়েলকে ব্লিঙ্কেনের বারণ

গাজামুখী জরুরি ত্রাণ বহর না আটকাতে এবং যুদ্ধ শেষে গাজার সংস্কার কাজ নিয়েও ইসরায়েলের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন বিঙ্কেন।
  • | ২২ জুন, ২০২৪
লেবাননকে চটাতে ইসরায়েলকে  ব্লিঙ্কেনের বারণ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

লেবাননের সঙ্গে নতুন করে সংঘাতে জড়াতে ইসরায়েলকে বারণ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। ইসরায়েলের একটি সামরিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ও কৌশলগত একটি বৈঠক করতে গেলে ব্লিঙ্কেন তাদের ওই পরামর্শ দেন। খবর আনাদোলুর।

বৈঠকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা টিজাচি হানেগবি ও কৌশলগত বিষয়ক (স্ট্রেটিজিক অ্যাফেয়ার্স) মন্ত্রী রন রেমার অংশ নেন। এ সময় যুক্তরাষ্ট্র তেলআবিবের নিরাপত্তা নিয়ে নিজেদের প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করে ইসরায়েলের প্রতিনিধি দলকে অভয় দেয়। গাজায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে এবং জিম্মিদের উদ্ধার করতে হামাসের সঙ্গে এ ব্যাপারে চুক্তি করারও তাগিদ দেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী।

এছাড়াও গাজামুখী জরুরি ত্রাণ বহর না আটকাতে এবং যুদ্ধ শেষে গাজার সংস্কার কাজ নিয়েও ইসরায়েলের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন বিঙ্কেন। এ অবস্থায় লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘাতে জড়াতে বারণ করলেন ব্লিঙ্কেন।