মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রোসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদে ৩য় দিনের মতো অভিযান চলমান রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ শনিবার স্থাপনা অপসারণের পাশাপাশি খাল খনন করে সচল করা হচ্ছে পানিপ্রবাহ। সিটি করপোরেশন থেকে জানানো হয়, উদ্ধার কাজ শেষে খালটির চারদিকে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে।
এরোই লক্ষ্যে রামচন্দ্রপুর খাল উদ্ধারে আলোচিত সাদিক অ্যাগ্রোসহ আশপাশের অবৈধ স্থাপনা অপসারণে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি। এসকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় খামারের অবশিষ্ট স্থাপনা।
প্রায় ২০ বছর ধরে খালে মাটি ভরাট করে গড়ে তোলা বসতি ছেড়ে চলে যেতে হয় স্থানীয়দের। তবুও উচ্ছেদ করা জমিকেই ব্যক্তিমালিকানা বলে দাবি করেন এলাকাবাসী।
স্থানীয় ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ বলেন, জমি উদ্ধার করে পানি প্রবাহের পাশাপাশি সৌন্দর্য বর্ধন করা হবে খালের। এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে।
নগর কর্তৃপক্ষ থেকে জানানো হয়, 'মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ২০ বিঘা জমি'।