পার্বত্যাঞ্চল বান্দরবানের থানচির পর্যটন কেন্দ্র গুলি খুলে দেয়ার ২ দিন পর আবার পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (২৭ জুন) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যৌথ অভিযানের কথা বিবেচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষন করে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। এই বিষয়টি স্থানীয় পরিবহন চালক ও হোটেল মালিকদের ইতোমধ্যে জানিয়ে দেয়া হোয়েছে।
গত ২২ জুন থানচির কয়েকটি দর্শনীয় স্থান পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে মৌখিকভাবে জানিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। উন্মুক্ত করার ৪ দিন পর থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়।
গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরনের ঘটনায় যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন থেকেই চলছে থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা।