ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় গাড়ি চাপায় ৯ পথচারী নিহত

গাড়িটি উল্টোপথে চলছিল। পথচারীদের চাপা দেওয়ার আগে এটি আরও দুটি গাড়িকে ধাক্কা দেয়। এটি নিছক দুর্ঘটনা না কি সন্ত্রাসী হামলা— তা এখনও স্পষ্ট নয়।
  • | ০২ জুলাই, ২০২৪
দক্ষিণ কোরিয়ায় গাড়ি চাপায় ৯ পথচারী নিহত গাড়িটির চালককে গ্রেফতার করা হয়েছে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের জনাকীর্ণ এলাকায় একটি বেপরোয়া গাড়ির চাপায় অন্তত ৯ জন নিহত হয়েছে। আরও কমপক্ষে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।

দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, এক ব্যক্তি তার গাড়িটি রাস্তার পাশে অপেক্ষারত পথচারীদের ওপর উঠিয়ে দেন। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যায়। বাকিরা পরে মারা যান। পুলিশ বলছে, তারা ঘটনার তদন্ত করছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনা ঘটানো গাড়িটির চালককে (৬৮) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গাড়িটি উল্টোপথে চলছিল। পথচারীদের চাপা দেওয়ার আগে এটি আরও দুটি গাড়িকে ধাক্কা দেয়। এটি নিছক দুর্ঘটনা না কি সন্ত্রাসী হামলা— তা এখনও স্পষ্ট নয়।

সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় সাধারণ শহুরে রাস্তায় গাড়ি চালানোর গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকায় এ সীমা ৩০ কিলোমিটার।