ঢাকা | বঙ্গাব্দ

পানামার নতুন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি: অবৈধ অভিবাসন রোধ

নির্বাচনী প্রচার অভিযানের সময় থেকেই তিনি কলম্বিয়া এবং পানামার মধ্যকার ডারিয়েন গ্যাপ জঙ্গল বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।
  • | ০২ জুলাই, ২০২৪
পানামার নতুন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি: অবৈধ অভিবাসন রোধ পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো

পানামার নতুন প্রেসিডেন্ট হিসেবে হোসে রাউল মুলিনো কার্যভার গ্রহণ করেছেন। সোমবার (১ জুলাই) কার্যভার গ্রহণ করে দেশের অর্থনীতিকে সক্রিয় এবং অবৈধ অভিবাসন রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর মেয়াদকালে মধ্য আমেরিকার দেশটির দক্ষিণ জঙ্গলের মধ্য দিয়ে আসা অবৈধ অভিবাসন রোধ এবং অর্থনৈতির উন্নয়ন হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচনী প্রচার অভিযানের সময় থেকেই তিনি কলম্বিয়া এবং পানামার মধ্যকার ডারিয়েন গ্যাপ জঙ্গল বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এ জঙ্গলটি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তিনি বলেন, ‘প্রতিনিয়ত অনেক অবৈধ অভিবাসী পানামায় প্রবেশ করছে। আমাদের দেশকে তাদের জন্য উন্মুক্ত হতে দেব না। দেশের সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন বন্ধ করা হবে।’

তিনি আরও বলেন, ‘পানামার অর্থনৈতিক উন্নয়ন করা আমাদের দায়িত্ব। যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের চেয়েও ভালো কাজ করতে পারে। দেশকে আরও সমৃদ্ধশালী করতে পারে।’ এ সময় তিনি প্রতিশ্রতিবদ্ধ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের কথা উল্লেখ করেন এবং তাদের এগিয়ে আসার জন্য আহ্বান করেন।

মুলিনো একজন কূটনীতিক এবং ব্যবসায়ী। তিনি দেশটির সাবেক রাষ্ট্রপতি রিকার্ডো মার্টিনেলির মেয়াদে প্রতিশ্রুতি দেন পানামার হারিয়ে যাওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আবার ফিরিয়ে আনবেন।