ঢাকা | বঙ্গাব্দ

টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে উরুগুয়ে

ট্রাইবেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
  • | ০৭ জুলাই, ২০২৪
টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে উরুগুয়ে সংগৃহীত

রুদ্ধশ্বাস ৯০ মিনিটে ০-০ সমতা। ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেই টাইব্রেকার ভাগ্যে শেষ হাসি হাসলো উরুগুয়ে, বিদায় করে দিল ব্রাজিলকে।


রোববার (৭ জুলাই) লাস ভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে ট্রাইবেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। 


খেলায় দর্শকদের জন্য উপভোগ্য ফুটবল উপহার দিতে পারল না কোনো দলই। একের পর এক ফাউলে পুর্ণ ছিল পুরো ম্যাচ।


৭৪ মিনিটে রদ্রিগোকে মারাত্মক ফাউল করায় উরুগুয়ের ডিফেন্ডার নান্দেজ লাল কার্ড পায়। শেষের ১৫ মিনিট উরুগুয়ে একজন কম নিয়ে খেললেও সুযোগ কাজে লাগাতে পারেনি দরিভাল জুনিয়রের দল। উল্টো একেরপর এক ফাউলে ম্যাচের সৌন্দর্য নষ্ট করেছে উভয় দল।