দক্ষিণ কোরিয়ার সংসদে দেশটির আইনপ্রণেতারা সামরিক আইন জারি করার ব্যর্থ প্রচেষ্টার জন্য রাষ্ট্রপতি ইউন সুক-ইওলকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। সুক-ইওলের সেই চেষ্টা দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি করে। বিরোধী দল তো বটেই. ইউনের নিজস্ব পিপল পাওয়ার পার্টি (পিপিপি) এর কিছু সদস্যও তাকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছেন। যদিও সিদ্ধান্তটি কার্যকর করতে এখনও আদালতের সাংবিধানিক অনুমোদনের দরকার হবে।
অভিশংসন প্রস্তাব পাস হওয়ার পরে শনিবার সন্ধ্যায় জাতীয় পরিষদের বাইরে হাজার হাজার ইউন-বিরোধী বিক্ষোভকারী উদযাপন করেছে, আতশবাজি ফাটানোর পাশাপাশি গান গেয়েছে। তবে অভিশংসনের ভোটকে তার রাষ্ট্রপতি হিসেবে অস্থায়ী বিরতি হিসাবে বর্ণনা করে ইউন ‘লড়াই’ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে তিনি ‘কখনও হাল ছাড়বেন না’।
ইউন বলেছেন, ‘সবার সমালোচনা, প্রশংসা এবং সমর্থন মনে রাখবো এবং শেষ পর্যন্ত দেশের জন্য আমার সেরাটা করব।’ চলতি মাসের শুরুর দিকে তার স্বল্পস্থায়ী সামরিক আইন ঘোষণার সময়ে দেওয়া জ্বালাময়ী ভাষণ থেকে অনেকটাই নরম সুরে কথা বলেছেন তিনি।
টানা কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার পরে সামরিক শাসন জারি করার চেষ্টা করেন ইউন এবং বলেন তার সরকারকে দুর্বল করার জন্য উত্তর কোরিয়ার ‘প্রচেষ্টা’কে যে কোনও উপায়ে থামানো প্রয়োজন - কিন্তু এমপিদের অসহযোগিতায় কয়েক ঘন্টা পরে ঘোষণাটি বাতিল করা হয়।
সূত্র: এএফপি
এসজেড