ঢাকা | বঙ্গাব্দ

মেসি-আলভারেজের গোলে ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
  • | ১০ জুলাই, ২০২৪
মেসি-আলভারেজের গোলে ফাইনালে আর্জেন্টিনা টানা দ্বিতীয় বারের মতো কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা।

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। শেষ আট আসরে ছয়বার ফাইনালে উঠল আলবিসেলেস্তে দলটি। লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে জয় এসেছে। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে ও কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় সেমির জয়ী।


বুধবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলকে ফাইনালে তোলার পথে গোল করেছেন মেসি ও আলভারেজ।


ম্যাচে ৬১ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। ১১টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, কানাডা ৯টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে কেবল ২টি।


কানাডার বিপক্ষে আর্জেন্টিনার লিড আসে প্রথমার্ধের ২৩ মিনিটে জুলিয়ান আলভারেজের হাত ধরে। ১-০ লিড নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় আলবিসেলেস্তিরা। দিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার একই প্রভাব চলতে থাকে কানাডার ডিফেন্সের উপর।


দিতীয়ার্ধের ৫০ মিনিটে ডি বক্সের বাইরে এঞ্জোজো ফার্নান্দেজের জোড়ালো শটে পা ছুইয়ে গোলের দেখা পান মেসি। আগের দুবার সুযোগ হাতছাড়া করা মেসি এবার আর হতাশ করেননি। গোলবারের কাছ থেকেই আলতো ছোঁয়ায় চলতি কোপায় নিজের প্রথম গোলটি করেন মেসি। যদিও শুরুতে ধরা হইয়েছিল অফসাইড। পরে ভিএআরের সাহায্য নিশ্চিত হয় মেসির গোল। লাতিন আমেরিকার আয়োজনটি এই নিয়ে ১৪টি গোল করেছেন রেকর্ডবার ব্যালন ডি’অর জেতা আর্জেন্টাইন ম্যাজিশিয়ান।


ম্যাচের বাকি সময় এই ব্যবধান ধরে রাখে আর্জেন্টিনা। ঠিক ৮৮তম মিনিটে যদিও দারুণ সুযোগ আসে কানাডার। কিন্তু আর্জেন্টিনার গোলবারের দেয়াল এমি মার্টিনেজ সেটা হতে দেননি। ঝাপিয়ে পড়ে বল লুফে নেন তিনি। রক্ষা পায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত দুই গোলের জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।