ঢাকা | বঙ্গাব্দ

রুশ নৌবাহিনী দিবসে অংশ নিয়েছে ২ শতাধিক যুদ্ধজাহাজ

নৌবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে কনসার্ট, সামরিক ব্যান্ডের পারফরম্যান্স দেখা যাবে এবং এই উৎসব শেষ হবে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে।
  • | ২৮ জুলাই, ২০২৪
রুশ নৌবাহিনী দিবসে অংশ নিয়েছে ২ শতাধিক যুদ্ধজাহাজ রুশ নৌ-জাহাজ

রাশিয়ায় প্রতিবছর জুলাই মাসের শেষ রবিবার পালিত হয় নৌবাহিনী দিবস। সেই হিসেবে আজ রবিবার (২৮ জুলাই) রাশিয়ার নৌবাহিনী দিবস উদযাপিত হচ্ছে। দিনটিতে রাশিয়ার নৌবাহিনী এবং নাবিকদের সম্মান জানানো হয়। এ বছর অনুষ্ঠানে অংশ নিচ্ছে দেশটির ২ শতাধিক যুদ্ধজাহাজ। খবর তাসের।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এবছর সেন্ট পিটার্সবার্গ, কাস্পিয়ান সাগরের ভাসমান ঘাঁটি এবং ভূমধ্যসাগরে নৌবাহিনীর ঘাঁটিগুলোর ২০০ যুদ্ধজাহাজ ও টহল নৌযান নৌ কুচকাওয়াজে অংশ নিচ্ছে। নৌবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে কনসার্ট, সামরিক ব্যান্ডের পারফরম্যান্স দেখা যাবে এবং এই উৎসব শেষ হবে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে। এতে আরো বলা হয়, ২০২৪ সালে নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসবে ১৫হাজার সেনা সদস্য নিযুক্ত রয়েছেন। এছাড়া শতাধিক সমরাস্ত্রও প্রদর্শন করা হবে নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে।