তীব্র তাপদাহে ভিয়েতনামের ডং নাই প্রদেশের একটি জলাধারে লাখ লাখ মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয়রা বলছে, তাপদাহে জলাশয়ে পানি কমে যাওয়ায় এই পরিস্থিতি হয়েছে। মৃত মাছের পরিমাণ দুই শতাধিক মেট্রিক টন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাছ পঁচা দুর্গন্ধে গত ১০ দিন ধরে দূর্বিসহ হয়ে উঠেছে স্থানীয়দের জীবন।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, এই অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে কোনও বৃষ্টিপাত হয়নি। জলাশয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ফসল রক্ষায় সেখান থেকে পানি নিষ্কাশন করে। ফলে জলাধারে যে পরিমাণ পানি অবশিষ্ট ছিল তা মাছের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত ছিল না।
ভিয়েতনামের দক্ষিণ ও মধ্যাঞ্চলও দাবদাহে পুড়ছে। বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।