মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টির ২৩০ ইলেকটোরাল ভোট মোটামুটি নিশ্চিত। আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জিতছেন ১৯২টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭০ ইলেকটোরাল ভোট। মূলত নিজেদের শক্ত ঘাঁটিগুলোর ফলাফলেই প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন ট্রাম্প। ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোর ফলাফল সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
দেখা গেছে- টেক্সাস, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়াইমিং, আরাকানসাস, সাউথ ক্যারোলিনার মতো অঙ্গরাজ্যগুলোতে জিততে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর কমলা হ্যারিস জিতছেন ডেলাওয়ার, রোড আইল্যান্ডের মতো রাজ্যগুলোতে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, মিশিগান, পেনসিলভানিয়া, উইসকসসিন, জর্জিয়া, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদায় দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। এসব রাজ্যে তাদের ভোট ব্যবধান খুবই কম।
এখন পর্যন্ত মিশিগানে ডেমোক্র্যাটরা ৫২ শতাংশ ও রিপাবলিকানরা ৪৬ শতাংশ, পেনসিলভানিয়ায় ডেমোক্র্যাটরা ৫১ শতাংশ ও রিপাবলিকানরা ৪৮ শতাংশ, উইসকসসিনে ডেমোক্র্যাটরা ৫২ শতাংশ ও রিপাবলিকানরা ৪৭ শতাংশ ভোট পেয়েছে। অর্থাৎ এসব রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী কমলা এগিয়ে।
আবার জর্জিয়ায় রিপাবলিকানরা ৫২ শতাংশ ও ডেমোক্র্যাটরা ৪৭ শতাংশ, মিনেসোটায় রিপাবলিকানরা ৬২ শতাংশ ও ডেমোক্র্যাটরা ৩৭ শতাংশ, নর্থ ক্যারোলিনায় রিপাবলিকানরা ৫২ শতাংশ ও ডেমোক্র্যাটরা ৪৭ শতাংশ ভোট পেয়েছে। অর্থাৎ, এই রাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
চরম উত্তেজনার এই নির্বাচনের ফলাফল পেতে দেরি হওয়ার কথা আগে ভাগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।