দু’জনের সম্পর্ক তখনই সফল হয়, যখন একে অপরের সঙ্গে থেকে কোনও লাভ হয়। অন্যথা সেই সম্পর্ক বয়ে নিয়ে যাওয়া অর্থহীন। এমনকি সুখী হয়ে সংসারজীবন কাটাতে গেলে ধনী ব্যক্তিদেরই বিয়ে করতে হবে। সম্পর্ক সংক্রান্ত সমস্যায় পড়ে যে তরুণীই পরামর্শ নিতে গিয়েছেন, তাকে এমন নির্দেশই দিয়েছেন চীনের জনপ্রিয় ‘লাভ গুরু’। সমাজমাধ্যমে নিজের চ্যানেলও রয়েছে তার। সেমিনার এবং ওয়ার্কশপ করিয়ে বছরে ২৩০ কোটি টাকা উপার্জন করেন তরুণী।
মূলত মেয়েরা কিভাবে ধনী পুরুষদের বিয়ে করতে পারবেন— সেই কৌশল শেখান চীনের বিতর্কিত ‘লাভ গুরু’ লি চুয়াংকু। অনলাইনে যিনি ‘কুকু বিগ উইমেন’ নামে পরিচিত। আর এতেই তার বাৎসরিক আয় ১৪২ মিলিয়ন ইউয়ান বা প্রায় ২৩০ কোটি টাকা।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, লি নিজেকে একজন অনলাইন ইনফ্লুয়েন্সর হিসেবে পরিচিতি দেন। সাউথ চায়না মর্নি পোস্ট এক প্রতিবেদনে জানায়, রিলেশন বা সম্পর্ক নিয়ে উপদেশ দেন বলে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন লি। অনেকে আবার তরুণীকে ‘লাভ গুরু’র তকমাও দিয়েছেন।
অনলাইনে কাউকে উপদেশ দিলে ১,১৪৩ ইউয়ান (প্রায় সাড়ে ১৮ হাজার টাকা) পারিশ্রমিক নেন লি। আর ব্যক্তিগতভাবে কাউন্সেলিং করলে জনপ্রতি নেন ১০,০০০ ইউয়ান বা প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
অন্তঃসত্ত্বা হলে তরুণীদের তিনি বলেন, ‘‘সর্বক্ষণ একটি বলের ভার বইতে হয়।’’ এমনকি, পুরুষদের যেন ‘এটিএম মেশিন’-এর সঙ্গে তুলনা করেন তিনি। তার দাবি, বিয়ে করার পর স্বামীর কাছ থেকে পর্যাপ্ত অর্থ পাওয়া না গেলে তাকে বিয়ে করাই উচিত নয়।
এই ধরনের বিতর্কিত মন্তব্য করার পর তার অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তবুও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভিডিও তৈরি করে তরুণীদের নানা উপদেশ দিয়ে চলেছেন চীনের ‘লাভ গুরু’।