ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্প হত্যাচেষ্টা, রাশিয়ার বক্তব্য

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে, যা নিয়ে মার্কিনীরা বিভক্ত হয়ে পড়েছেন, তাতে বর্তমান প্রশাসনের ইন্ধন ছিল।
  • | ১৫ জুলাই, ২০২৪
ট্রাম্প হত্যাচেষ্টা, রাশিয়ার বক্তব্য গুলিবিদ্ধ ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা জানানোর পর এবার ওই ঘটনা নিয়ে নিজেদের অবস্থান জানালো রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ রোববার সংবাদ সম্মেলনে বলেন, ট্রাম্পকে সরিয়ে দেওয়া ও হত্যা করার চেষ্টার সঙ্গে বর্তমান মার্কিন প্রশাসনের হাত আছে, এমনটি আমরা মনে করি না। কিন্তু রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে, যা নিয়ে মার্কিনীরা বিভক্ত হয়ে পড়েছেন, তাতে বর্তমান প্রশাসনের ইন্ধন ছিল।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে সব আইনি কলাকৌশল ব্যবহার করা হয়েছে। আদালত, প্রসিকিউটর, রাজনৈতিকভাবে মর্যাদাহানি— এত কিছুর পর বাইরের সবার কাছে এটা মনে হওয়ার কথা যে তার জীবন সংকটে রয়েছে।

ট্রাম্পের ওপর গুলির ঘটনায় তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন পেসকোভ।