যুক্তরাজ্যের একটি নাচের স্কুলে ছুরিকাঘাতে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৯ শিশু। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সাউথপোর্টের হার্ট স্ট্রিটে টেলর সুইফট-থিমযুক্ত ইভেন্টে ছুরি হামলা হয়েছে। এতে দুই শিশু নিহত হয়েছে। এ সময় তাদের রক্ষার চেষ্টা করতে গেলে ছুরিকাঘাতে দুই প্রাপ্তবয়স্কও গুরুতর আহত হন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ বলেছে— হামলার কারণ এখনও অস্পষ্ট। তবে এটিকে সন্ত্রাস-সম্পর্কিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়েছেন। স্থানীয় পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি জানিয়েছেন, শিশুরা একটি নাচের স্কুলে টেলর সুইফ্টের অনুষ্ঠানে যোগ দিচ্ছিল। এ সময় ছুরি নিয়ে সশস্ত্র অপরাধী প্রাঙ্গণে প্রবেশ করে এবং শিশুদের উপর হামলা শুরু করে।
সূত্র: বিবিসি