ঢাকা | বঙ্গাব্দ

তিন দিনের মধ্যে রামদেবকে পোস্ট সরানোর নির্দেশ

২০২১ সালে কথিত ওই ধর্মগুরু বাবা রামদেব, তার সহযোগী আচার্য বালকৃষ্ণ এবং পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে চিকিৎসক সমিতি।
  • | ৩১ জুলাই, ২০২৪
তিন দিনের মধ্যে রামদেবকে পোস্ট সরানোর নির্দেশ বাবা রামদেব

করোনা মহামারীর সময় আলোচিত ধর্মগুরু রামদেবের একটি পোস্ট ভারতজুড়ে সাড়া ফেলে দেয়। ওই পোস্টে রামদেব লিখেন, ‘অ্যালোপ্যাথি চিকিৎসার জন্যই কোভিড-১৯ মহামারীতে মারা গেছে লাখ লাখ মানুষ।’ এর পর রামদেবের দাবি ছিল, পতঞ্জলির ‘করোনিল’ই করোনা ভাইরাসের আসল প্রতিষেধক! সোমবার (২৯ জুলাই) পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেবকে সমাজিক যোগাযোগমাধ্যম থেকে ‘আপত্তিকর পোস্ট এবং বিযয়বস্তু’ সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট।

২০২১ সালে বিভিন্ন চিকিৎসক সমিতি রামদেবের পোস্টটির উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দায়ের করার আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়। সেই আবেদনের শুনানিতেই তিন বছর পরে পতঞ্জলি আয়ুর্বেদকে কড়া নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। সোমবার শুনানির দায়িত্বে ছিলেন, বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানি। তিনি নির্দেশ দেন, আগামী তিন দিনের মধ্যে সমাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলতে হবে ওই পোস্ট। আদালত আরও জানিয়েছে, নির্দেশ না মানলে এক্স-এর (পূর্বতন টুইটার) তরফ থেকেই এই সংক্রান্ত যাবতীয় পোস্ট সরিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, ২০২১ সালে কথিত ওই ধর্মগুরু বাবা রামদেব, তার সহযোগী আচার্য বালকৃষ্ণ এবং পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে চিকিৎসক সমিতি। অভিযোগ ছিল, কোনও প্রমাণ ছাড়াই করোনিলকে করোনা ভাইরাসের প্রতিষেধক হিসাবে দাবি করে মানুষকে বিভ্রান্ত করছেন রামদেব। অথচ করোনিলের ড্রাগ লাইসেন্স বলছে, করোনিল কোনও রোগেরই প্রতিষেধক নয় বরং বড়জোর ‘ইমিউনো-বুস্টার’ বলে দাবি করা যেতে পারে এটিকে।

রামদেবের পোস্টের পরে সরব হয়- পাটনা, হৃষিকেশ ও ভুবনেশ্বরের বিভিন্ন চিকিৎসক সমিতি, পঞ্জাবের ইউনিয়ন এফ রেসিডেন্ট ডক্টর‌্‌স, মীরাটের রেসিডেন্ট ডক্টর্‌স অ্যাসোশিয়েশন, তেলঙ্গানা জুনিয়র ডক্টর্‌স অ্যাসোশিয়েশন, ইত্যাদি। তাদের অভিযোগ, অতিমারির সুযোগ নিয়ে নিজেদের পণ্যের বিক্রি বাড়ানোর জন্য মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন রামদেব।