লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইরান-সমর্থিত লেবানিজ গ্রুপ হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় প্রায় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায় বলে জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক।
এই বিস্ফোরণ শনিবার (২৭ জুলাই) ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে হামলার প্রতিক্রিয়ায় হয়েছে বলে মনে করা হচ্ছে।বিবিসি জানিয়েছ, ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা বৈরুতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা হয়েছে। গোলান মালভূমিতে হামলার জন্য এই হামলা।
এর আগে শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে খেলার সময় রকেট হামলায় শিশুসহ অন্তত ১২ জন নিহত হন। মাজদাল শামসের দ্রুজ শহরের ওই হামলার জন্য ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। তবে হিজবুল্লাহ দৃঢ়ভাবে এতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে। প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তখনই বলেন, এর জন্য ‘চড়া মূল্য দিতে হবে’।