গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর পদত্যাগের হিড়িক পড়ে গেছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। কেউ নিজে থেকেই পদত্যাগ করছেন, কেউ আবার চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। ক্ষমতার পালাবদলের ঢেউ পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে থাকা কাজী সালাউদ্দিনেরও পদত্যাগের দাবি উঠেছে।
পদত্যাগের দাবির মুখে নীরবতা ভাঙলেন কাজী সালাহউদ্দিন। পদত্যাগের দাবি উড়িয়ে দিয়েছেন বাফুফের এই সভাপতি। উল্টো ঘোষণা দিয়েছেন পঞ্চম মেয়াদে সভাপতি পদে নির্বাচন করার।
আগামী ২৬ অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে লরাই করার ঘোষণা দিয়েছেন চার মেয়াদে বাফুফের সভাপতি থাকা কাজী সালাহউদ্দিন। তিনি কিছুতেই পাত্তা দিচ্ছেন না ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ এর দেয়া পদত্যাগের আলটিমেটামকে। এ পর্যন্ত দুইবার সংগঠনটি বাফুফের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
২০০৮ সাল থেকে বাফুফে প্রধানের পদ আঁকড়ে থাকা সালাহউদ্দিন দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে পুনরায় নির্বাচন করার ব্যাপারে জানিয়েছেন। এ সময় তিনি নির্বাচন করাকে তার গণতান্ত্রিক অধিকার বলে আখ্যায়িত করেন। অধিকার থেকে কীভাবে তাকে বঞ্চিত করা হয় - সেই প্রশ্নও তুলেছেন তিনি।
ফিফার আইন অনুযায়ী, কোনো দেশের ফুটবল ফেডারেশনে রাজনৈতিক হস্তক্ষেপ বা তৃতীয় পক্ষের দ্বারা কোনো পরিবর্তনের সুযোগ নেই। তেমনটা হলে নিষেধাজ্ঞা আসতে পারে। এই কথাও মনে করিয়ে দিয়েছেন সালাহউদ্দিন। একই সঙ্গে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার চাইলে তিনি বিষয়টা ভেবে দেখবেন। কিন্তু আলট্রাসদের দাবিতে পদ ছাড়ার কোনো ইচ্ছাই তার নেই।
আলট্রাসরা হুমকি দিয়েছে, সালাহউদ্দিনকে যেখানেই দেখবে আক্রমণ করা হবে। এই হুমকির ব্যাপারেও তিনি ভীত নন বলে মন্তব্য করেছেন। প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তা চাইবেন বলেও জানান তিনি।