কোথাও অনুচিত দেখলেই চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেন শ্রীলেখা মিত্র। সেই সঙ্গে ঝাড়েন ক্ষোভ। ছাড় দেন না কাউকে। পাশাপাশি স্পষ্ট বলেন তিনি। তবে এবার তার কণ্ঠে হতাশার সুর। সামাজিক মাধ্যমে জানালেন আর বাঁচতে ইচ্ছা করছে না তার। নিজের ফেসবুকে আজ শনিবার লিখেছেন, কিছুই ভালো লাগছে না। বাবা-মাকে চাই। আর বাঁচতেই ইচ্ছা করছে না।
শ্রীলেখা পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই একইরকম হতাশা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, সত্যি তাই। খুব ডিপ্রেসড লাগছে। ঘুম নেই। অস্থির লাগছে। কোনো কাজে মন বসছে না। এই ঘটনার বিচার না হওয়া অবধি আমাদের স্বাভাবিক জীবন যাপন করাটা সম্ভব নয়। অন্য একজন লিখেছেন, যেকোনো স্বাভাবিক মানুষের ভালো লাগছে না কিন্তু দুর্বল হলে চলবে না। যারা হাসছে হাসুক। এড়িয়ে যান।
মন্তব্যকারীদের কথায় স্পষ্ট পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুতে হতাশাগ্রস্ত শ্রীলেখা। এ চিকিৎসকের সাথে ঘটে যাওয়া ঘটনার বিচারের দাবিতে সেখানকার রাজপত্থ। শ্রীলেখাও অংশ নিয়েছিলেন। গলা উঁচিয়ে করেছেন প্রতিবাদ।