ঢাকা | বঙ্গাব্দ

তিন দিনে দুইশ কোটি ছুঁই ছুঁই ‘স্ত্রী টু’

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবি ‘স্ত্রী টু’। মুক্তির তৃতীয় দিন পার হতে না হতেই ২০০ কোটি ছুঁই ছুঁই সদ্য মুক্তি প্রাপ্ত ছবিটি।
  • | ১৮ আগস্ট, ২০২৪
তিন দিনে দুইশ কোটি ছুঁই ছুঁই ‘স্ত্রী টু’ সংগৃহীত

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবি ‘স্ত্রী টু’। মুক্তির তৃতীয় দিন পার হতে না হতেই ২০০ কোটি ছুঁই ছুঁই সদ্য মুক্তি প্রাপ্ত ছবিটি।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’। দর্শক-সমালোচকদের ইতিবাচক রিভিউ-এর কারণে হলে দর্শক বেড়েই চলেছে। ‘বলিউড হাঙ্গামা'র সূত্রে জানা গেছে ছবিটি বিশ্বজুড়ে তিন দিনে আয় করেছে ১৯৯ কোটি রুপি।


শুধু ভারতেই ১৭২ কোটি আয় করেছে এই ছবি, ভারতের বাইরে ২৬ কোটি। রবিবারের মধ্যে ছবিটির আয় ২০০ কোটি ছাড়িয়ে যাবে। ধারণা করা হচ্ছে, চলতি বছর মুক্তি প্রাপ্ত প্রথম বলিউডের ছবি হিসেবে ৫০০ কোটির ঘরে এন্ট্রি নেবে এই ছবি।


২০১৮ সালে সিনেমার পর্দায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল নির্মাতা অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী’। সেই জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রায় ৬ বছর পর মুক্তি পেল ভৌতিক হাস্যরসযুক্ত এ সিনেমার সিক্যুয়েল ‘স্ত্রী টু’।