ডিসেম্বরের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রথমবারের মতো একজন এমপক্স রোগী শনাক্ত হয়েছে। তবে তিনি এমপক্সের কোন ধরনে আক্রান্ত হয়েছেন তা এখনও জানা যায়নি। দেশটির স্বাস্থ্য বিভাগ আজ সোমবার জানিয়েছে, এমপক্স আক্রান্ত রোগী ৩৩ বছর বয়সী পুরুষ। ফিলিপাইনের বাইরে কোথাও ভ্রমণের ইতিহাস নেই তার।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) এবার প্রথম এমপক্স শনাক্ত হয়। পরে দেশটিতে এমপক্স ছড়িয়ে পড়ে। ছড়ায় দেশটির প্রতিবেশী দেশগুলোয়। এ প্রেক্ষাপটে গত বুধবার মাঙ্কিপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আগে মাংকিপক্স হিসেবে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগের প্রাথমিক প্রাদুর্ভাব চলাকালে কঙ্গোতে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়।
সুইডেনে শনাক্ত হওয়া এমপক্স আক্রান্ত ব্যক্তি ভাইরাসটির নতুন ধরনে আক্রান্ত বলে বৃহস্পতিবার নিশ্চিত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি আফ্রিকার কোনো একটি অঞ্চলে ছিলেন। আফ্রিকার ওই অঞ্চলে সম্প্রতি এমপক্সের প্রাণঘাতী ধরন ক্লেইড ১ ব্যাপকভাবে ছড়িয়েছে।
এদিকে আফ্রিকা মহাদেশের বাইরে রোগটি ছড়াচ্ছে— ইউরোপ থেকে এমন ইঙ্গিত পাওয়ার পরদিন শুক্রবার পাকিস্তানে একজন এমপক্স রোগী শনাক্ত হয়।