ঢাকা | বঙ্গাব্দ

কেঁচি হারানোয় জাপানে ৩৬ ফ্লাইট বাতিল

কর্তৃপক্ষ খোয়া যাওয়া কেঁচি দু’টি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে আর সেগুলো রোববার ওই দোকানটিতেই পাওয়া যায় বলে জানিয়েছে গণমাধ্যম।
  • | ২১ আগস্ট, ২০২৪
কেঁচি হারানোয় জাপানে ৩৬ ফ্লাইট বাতিল পুরো একদিন পর ফ্লাইট চলাচল চালু হয়

জাপানের এক বিমানবন্দরের বোর্ডিং গেটগুলোর কাছের একটি দোকান থেকে এক জোড়া কেঁচি খোয়া যাওয়ার পর ৩৬টি ফ্লাইট বাতিল হয়েছে ও ২০১টির ক্ষেত্রে বিলম্ব ঘটেছে। স্থানীয় সময় গত শনিবার (১৭ আগস্ট) সকালে হোক্কাইডোর নতুন চিতোসে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঘটনাটি ঘটেছে।

এ সময় নিরাপত্তা পরীক্ষা প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ থাকায় শত শত ভ্রমণকারী আটকা পড়েন। বহির্গমন লাউঞ্জে যাত্রীদের উপচে পড়া ভিড় ফের নিরাপত্তা পরীক্ষা গ্রহণ করতে বাধ্য করে। কর্তৃপক্ষ খোয়া যাওয়া কেঁচি দু’টি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে আর সেগুলো রোববার ওই দোকানটিতেই পাওয়া যায় বলে জানিয়েছে গণমাধ্যম। খবর বিবিসি ও ডেইলি ইউমিওরির।

যেদিন হারিয়েছে সেই শনিবার সারাদিন ধরে খুঁজেও কেঁচিগুলো পাওয়া যায়নি, পরে ওই দিনই নিরাপত্তা পরীক্ষা ও ফ্লাইট চলাচল চালু করা হয়। হোক্কাইডো বিমানবন্দর সোমবার জানায়, খোয়া যাওয়া কেঁচিগুলো ওই দোকানেরই এক কর্মচারী রোববার খুঁজে পান।

এ ঘোষণা দিতে দেরি করার কারণ ব্যাখ্যা করে কর্তৃপক্ষ বলেছে, দোকান থেকে যে কেঁচিগুলো হারায় আর খুঁজে পাওয়া কেঁচিগুলো একই কি না, তা নিশ্চিত হতে সময় নিয়েছে তারা। ওই সময় এক ভ্রমণকারী স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প আছে বলে মনে করি না, কিন্তু তারা এগুলো নিয়ে আরও সতর্ক হবে বলে আশা করি।

জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হোক্কাইডো বিমানবন্দরকে ঘটনার কারণ তদন্ত করতে বলে এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে বলেছে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এক্স এ পোস্ট দিয়ে এ ঘটনায় বিমানবন্দরটির নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে। অনেকে বলেছেন, এতে জাপানের বিমান নিরাপত্তার বিষয়ে তার বিশ্বাস আর দৃঢ় হয়েছে।