জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার আন্তর্জাতিক ফুটবল থেকে গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ইউরো ২০২৪-এর পর অবসর নেয়া চতুর্থ জার্মান তারকা তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৮ বর্ষী তারকা অবসরের কথা জানান।
ইনস্টাগ্রামে নয়্যার বলেছেন, ‘যারা আমাকে চেনে-জানে, তারা জানে যে সিদ্ধান্তটা নেয়া কতটা কঠিন আমার জন্য। আমি শারীরিকভাবে বেশ সুস্থ আছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোয় হতে চলা ২০২৬ বিশ্বকাপ আমাকে বেশ আবেদন নিয়ে ডাকছে।’
‘আমি পুরোপুরি নিশ্চিত যে, আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় বলে দেয়ার এটি সঠিক সময় এবং ভবিষ্যতের জন্য এফসি বায়ার্ন মিউনিখের প্রতি পুরোপুরি মনোযোগ দেয়ারও সঠিক সময়। পুরো সময়টা ভালো ছিল এবং তার জন্য আমি গর্বিত।’
২০১৪ সালে বিশ্বকাপ জেতা এবং এ বছর ঘরের মাঠে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের সময় বিশেষ পরিবেশ দেখে আমি অত্যন্ত কৃতজ্ঞ। ২০২৩ সাল পর্যন্ত জার্মান জাতীয় দলের অধিনায়ক থাকা আমার জন্য সম্মানের বিষয়। আমি জার্মান জাতীয় দলের জার্সি পরতে পছন্দ করতাম।’
২০১২ সালের জুনে জার্মানির হয়ে অভিষেক নয়্যারের। ১২৪ ম্যাচ খেলেছেন। ২০১৪ বিশ্বকাপের পাশাপাশি ক্লাবের হয়ে দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, অনেকবার লিগ শিরোপা জিতেছেন। দুবার বর্ষসেরা খেলোয়াড়ের পাশাপাশি লিগে তিন মৌসুমে বর্ষসেরা গোলকিপার হয়েছেন তিনি।