টানা চারবারের প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টারের সিটি মৌসুম শুরু করেছিল চেলসির মাঠে জয় দিয়ে। দ্বিতীয় রাউন্ডে তার পেল আরও বড় জয়। ইতিহাদ স্টেডিয়ামে ইপসউইচ টাউনকে ৪-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।
টানা পঞ্চম শিরোপা ধরে রাখার মিশনে নেমে সিটিজেন মৌসুমে দ্বিতীয় জয় এটি। প্রথম ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারায় ম্যানসিটি। অন্যদিকে লিভারপুলের কাছে হার দিয়ে মৌসুম শুরু করা ইপসউইচ টানা দ্বিতীয় হার দেখল।
ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে সিটি। সপ্তম মিনিটে স্যামি স্মডিচিচের গোলে লিড পায় ইপসউইচ। ম্যাচে দলটির একমাত্র অর্জনই এটি। শুরুর ধাক্কা সামলে মূহুর্তেই চালকে আসনে বসে সিটি। ১২ থেকে ১৬ মিনিটের মধ্যে তিন গোল আদায় করে নেয় গার্দিওলা শিষ্যরা।
পেনাল্টি থেকে গোল করে সিটিজেনদের সমতায় ফেরান হালান্ড। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিনহো বক্সে ফাউলের শিকার। ভিএআর সিদ্ধান্তে পেনাল্টি পেলে কোনো ভুল করেননি নরওয়েজিয়ান তারকা।
দুই মিনিট পর ফাঁকা জালে বল পাঠিয়ে সিটিকে লিড এনে দেন ডি ব্রুইন। ১৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। ভলিতে দুর্দান্ত গোল করেন তারকা ফরোয়ার্ড। ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ মিস করে সিটিজেন দলটি। ৮৮ মিনিটে হ্যাটট্রিক করে ম্যানসিটিকে চতুর্থ গোলটি এনে দেন হালান্ড। সিটির জার্সিতে হালান্ডের দশম হ্যাটট্রিক এটি, আর প্রিমিয়ার লিগে সপ্তম। পরে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক দল।
অন্য ম্যাচে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম এবং লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যাম।