ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় নাগরিক কমিটির পাঁচ নতুন সেল

জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পাঁচটি নতুন সেল গঠন করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ জানুয়ারি, ২০২৫
জাতীয় নাগরিক কমিটির পাঁচ নতুন সেল ছবি : সংগৃহীত।

জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পাঁচটি নতুন সেল গঠন করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে কমিটির অভ্যন্তরীণ কাজের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


শহীদ পরিবার ও আহত কল্যাণ সেলে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। সদস্য হিসেবে তামিম আহমেদ, শেখ তাসনিম আফরোজ ইমি, মো. রাকিব হোসেন এবং কাজী আশরাফুর রহমান অন্তর্ভুক্ত হয়েছেন।


দপ্তর সেলের সম্পাদক মনিরা শারমিন, আর সদস্য হিসেবে হাসান আলী খান এবং আবু সাঈদ দায়িত্ব পালন করবেন। প্রচার ও প্রকাশনা সেলের সম্পাদক মো. আরিফুর রহমান। সদস্য হিসেবে থাকবেন খান মুহাম্মদ মুরসালিন, মীর আরশাদুল হক এবং আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। আইসিটি সেলের সম্পাদক মো. ফারহাদ আলম ভূঁইয়া, আর সদস্য হিসেবে স্থান পেয়েছেন মো. আজহার উদ্দিন অনিক, সাবহানাজ রশীদ দিয়া, রাফিদ ভূঁইয়া এবং তারিক আদনান মুন।


তথ্য ও জনসংযোগ সেলে সম্পাদক হিসেবে মামুনুর রশীদ এবং সদস্য হিসেবে মশিউর রহমান ও তামিম আহমেদ যুক্ত হয়েছেন। কমিটি আশা করছে, এই সেলগুলোর কার্যক্রমের মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ কাজ আরও কার্যকর ও গতিশীল হবে।


thebgbd.com/NA