ঢাকা | বঙ্গাব্দ

ইয়ামাল-লেভান্ডফস্কি ঝলকে দ্বিতীয় জয় বার্সেলোনার

ঘরের মাঠে অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোল হারিয়েছে কাতালান বাহিনী।
  • | ২৫ আগস্ট, ২০২৪
ইয়ামাল-লেভান্ডফস্কি ঝলকে দ্বিতীয় জয় বার্সেলোনার সংগৃহীত

ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা-লিগার ২০২৪-২৫ মৌসুম শুরু করেছিল বার্সেলোনা। নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষেও ধরে রেখেছে ধারাবাহিকতা। লামিন ইয়ামাল ও রবার্ট লেভান্ডফস্কির ঝলকে মৌসুমে টানা দ্বিতীয় জয় দেখল কোচ হ্যান্সি ফ্লিকের দল।


ঘরের মাঠে অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোল হারিয়েছে কাতালান বাহিনী। স্বাগতিকদের গোল দুটি করেছেন ইয়ামাল ও লেভান্ডফস্কি। অ্যাথলেটিকের হয়ে একমাত্র গোলটি করেছেন ওহান সানসেট।


লড়াইয়ের ২৪ মিনিটে বার্সাকে লিড এনে দেন ইয়ামাল। বিরতির আগেই সমতায় ফেরে অ্যাথলেটিক। পেনাল্টি পেয়ে কোনো ভুল করেননি সানসেট। ১-১ সমতায় বিরতিতে যায় দুদল।


বার্সার জয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধে। ৭৫ মিনিটে কাতালানদের ফের লিড এনে দেন লেভান্ডফস্কি। পরে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকবাহিনী।