অভিনেতা সুনীল কুমার, যিনি রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ব্লকবাস্টার ছবি ‘স্ত্রী টু’তে সরকাটা চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। কিন্তু জানেন কি এই সুনীল কুমার-ই হলেন সেই ব্যক্তি যিনি ব্লকবাস্টার সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অমিতাভ বচ্চনের বডি ডাবল হয়ে কাজ করেছেন।
সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিতাভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন সুনীল। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেটে সেটাই আমার প্রথম দিন ছিল, যখন আমি দৃশ্যে প্রবেশ করি। তখন অমিতাভ স্যার ও প্রভাস স্যার কাছাকাছি বসেছিলেন। আমি হার্নেস পরে আমার অ্যাকশন সিকোয়েন্সের জন্য তৈরি হলাম, তখন অমিতাভ স্যার আমার দিকে তাকালেন। তিনি আমার কাছে এসে ক্যামেরা পার্সনকে একটা ছবি তুলতে বললেন। আর হেসে বললেন, ‘সাবহি মেরে কো লম্বু বোলতে হ্যায়, আজ মুঝসে লম্বা কোই মিল গ্যায়া (সবাই আমাকে লম্বা বলে ডাকে, তবে আজ আমার থেকেও লম্বা একজনের দেখা পেলাম)।’
সুনীলের কথায়, ‘এই ছবিতে কাজের বিষয়ে আমি এবং আমার পরিবারও খুব উত্তেজিত ছিলাম কারণ আমরা সবাই অমিতাভ বচ্চনের ভক্ত। আর এখানে আমি ওনার বডি ডাবল হয়ে কাজ করেছি। শুটিংটাও বেশ মজার ছিল, কারণ আমি প্রচুর স্টান্ট করতে পেরেছি।’
‘কল্কি’তে সুনীলের মুখ অমিতাভ বচ্চনের সঙ্গে সুপার ইম্পোজ করা হয়েছিল। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। অশ্বথামা ছিলেন গুরু দ্রোণাচার্য ও কুলগুরু কৃপাচার্যের বোন কৃপির পুত্র। যিনি তার অসাধারণ জন্ম, অটল আনুগত্য এবং বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মহাভারতের এক চিত্তাকর্ষক ব্যক্তিত্ব।