সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ ও তার সহযোগী সাদেক আহমদকে আটক করেছে বিজিবি। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গোয়াবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার আসাদুন্নবী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২টি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি, বাংলাদেশি ৪ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।