লা লিগায় একের পর এক জয়ে উড়তে থাকা বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নামার আগে পেলো দুঃসংবাদ। ইনজুরিতে এক মাসের জন্য ছিটকে গেছেন কাতালানদের গত তিন ম্যাচের স্কোরার দানি ওলমো। শুধু মোনাকোর বিপক্ষে ম্যাচ নয়, তিনি মিস করবেন বার্সার পরবর্তী পাঁচ ম্যাচও।
বার্সেলোনার সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগামী পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ফরোয়ার্ড দানি ওলমো।
গত আগস্টে আরবি লাইপজিগ থেকে বার্সায় যোগ দিয়েছিলেন ওলমো। কাতালান জার্সিতে মাঠে নেমেই দ্যুতি ছড়িয়েছেন তিনি। অভিষেক ম্যাচসহ তিন ম্যাচের সবকটিতে গোল করেছেন তিনি।
সবশেষ রোববার (১৫ সেপ্টেম্বর) জিরোনার বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচেও গোল করেছেন তিনি। এ ম্যাচের ৬১তম মিনিটে পুরনো চোট মাথাচাড়া দিয়ে ওঠায় অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। সোমবার পরীক্ষা-নিরীক্ষা শেষে বার্সা জানায়, ২৬ বছর বয়সী ফরোয়ার্ডকে কমপক্ষে এক মাসের বিশ্রামে যেতে হবে।
ফলে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এএস মোনাকোর বিপক্ষে তাাকে পাচ্ছে না বার্সা। শুধু এ ম্যাচ নয়, ভিয়ারিয়াল, গেতাফে, ওসাসুনা ও আলভাসের বিপক্ষে লা লিগার পরবর্তী চার ম্যাচেও তাকে থাকতে হবে সাইডবেঞ্চে। খেলতে পারবেন না অক্টোবরের শুরুতে ইয়াং বয়েজের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিও।
তবে আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বার্সা। বার্সেলোনায় যোগ দেয়ার আগে স্পেনের এ ফরোয়ার্ড আরবি লাইপজিগের হয়ে বুন্দেসলিগায় পাঁচ মৌসুম খেলেছেন। ক্লাবটির হয়ে মোট ১৪৮ ম্যাচ খেলে ২৯ গোল করেছেন তিনি। তার ফুটবল ক্যারিয়ারের শুরুটা অবশ্য বার্সা একাডেমিতেই।