ঢাকা | বঙ্গাব্দ

দ্বিতীয় দিন শেষে হারের শঙ্কায় বাংলাদেশ

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানে এগিয়ে আছে ভারত। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিন শেষ করেছে ভারত।
  • | ২০ সেপ্টেম্বর, ২০২৪
দ্বিতীয় দিন শেষে হারের শঙ্কায় বাংলাদেশ চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানে এগিয়ে আছে ভারত।

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানে এগিয়ে আছে ভারত। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছিল ৩৭৬ রানে। জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১৪৯ রানে।

দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমে ভারতকে ৩৭৬ রানের মধ্যে অলআউট করে বাংলাদেশ। তাসকিন আহমেদের তোপে আগের দিনের ৩৩৯ রানের সঙ্গে ২৭ রান যোগ করতেই অলআউট হয় স্বাগতিকরা।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ পেয়েছেন তিন উইকেট।

জবাব দিতে নেমে শুরু থেকেই দিশেহারা বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ছাড়া টপ অর্ডারের কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ৪০ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। জাসপ্রীত বুমরাহ এবং আকাশ দীপের তোপে ৪০ রানে প্রথম ৫ উইকেট হারায় টাইগাররা।

প্রথম ওভারে সাদমানকে ফিরিয়ে শুরুটা করেন জাসপ্রীত বুমরাহ। জাকির হাসানকে নিয়ে শান্ত ২০ রানের একটি জুটি গড়েন। তবে ব্যাটে বল লাগাতে পুরোটা সময়ই লড়াই করতে হয়েছে জাকিরকে। তার সেই লড়াইয়ের ইতি টানেন আকাশ দীপ। ৩ রান করে ফেরেন জাকির।

জাকিরের বিদায়ের পর একই ওভারের পরের বলে আউট হন মুমিনুল হক। গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন টেস্ট স্পেশালিষ্ট এই ব্যাটার। শান্ত ফেরেন দলীয় ৩৬ রানে স্লিপে ক্যাচ দিয়ে। ২০ রান আসে অধিনায়কের ব্যাট থেকে।

অভিজ্ঞ মুশফিকুর রহিমও পাননি রানের দেখা। ৮ রান করে ফিরেছেন তিনি। ষষ্ঠ উইকেটে হাল ধরার চেষ্টা করেন লিটন দাস এবং সাকিব আল হাসান। প্রতি আক্রমণে দুজনে মিলে ৫১ রানের জুটিও গড়েন। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে নিজেদের উইকেট হারান তারা।

বাউন্ডারিতে ধ্রুব জুরেলের ক্যাচ বানিয়ে ফর্মে থাকা লিটন দাসকে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা। ৪২ বলে ২২ রান করে আউট হয়েছেন লিটন।

লিটন আউট হওয়ার এক ওভার পরেই জাদেজার বলে আউট হন সাকিবও। জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে অভিনব কায়দায় আউট হন তিনি। রিভার্স সুইপটা ঠিকঠাক করতে পারেননি সাকিব। বল সাকিবের ব্যাটে লেগে তাঁর বুট ছুঁয়ে উইকেটকিপারের হাতে জমা পড়েছে। টিভি আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। ৩২ রান করে আউট হয়েছেন সাকিব।

টেইলেন্ডারের তিন ব্যাটারকে নিয়ে ৫৭ রান যোগ করেন মেহেদী মিরাজ। তবে বুমরাহ এবং মোহাম্মদ সিরিজ তাদের বেশিক্ষণ স্থায়ী হতে দেননি। ২৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মিরাজ। ১১ করে রান করেছেন তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।

ভারতের হয়ে ৪ উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ এবং রবীন্দ্র জাদেজা।

দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নেমেও প্রথম ইনিংসের মতোই ভালো শুরু পায় বাংলাদেশ। দলীয় ১৫ রানের মাথায় রোহিত শর্মাকে স্লিপে ক্যাচ বানিয়ে আউট করেন তাসকিন আহমেদ। ৭ বলে ৫ রান করে ফিরেছেন ভারতীয় অধিনায়ক।

তৃতীয় উইকেটে বিরাট কোহলিকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন শুভমান গিল। তবে এই ইনিংসেও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি কোহলি। ১৭ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

যশস্বী জয়সওয়াল আউট হয়েছেন নাহিদ রানার গতিতে পরাস্ত হয়ে। ফুলার লেংথে করা বলটি অফ স্টাম্পের বাইরে ছিল। বাঁহাতি ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের জন্য ছিল অ্যাঙ্গুলার ডেলিভারি। বলটি হালকা চালে ড্রাইভ করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে। ১০ রান করে ফিরেছেন জয়সওয়াল।

দিনের বাকিটা সময় রিশভ পন্তকে নিয়ে নির্বিঘ্নে পার করে দেন শুভমান গিল। ৩৩ রানে অপরাজিত আছেন গিল, পন্ত ১২ রানে।