ঢাকা | বঙ্গাব্দ

আবারও বিচ্ছেদের ইঙ্গিত সৃজিত-মিথিলার!

এর আগেও একাধিকবার সৃজিত-মিথিলার বিচ্ছেদ গুঞ্জন ছড়িয়েছে। দুজনেই তা গুজব বলে জানিয়েছেন। এবার অবশ্য এখনও রা করেননি তারা।
  • | ২৪ সেপ্টেম্বর, ২০২৪
আবারও বিচ্ছেদের ইঙ্গিত সৃজিত-মিথিলার! রাফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জি
অনেকের মতে দূরত্ব ভালোবাসা বাড়ায়। আবার কেউ কেউ বলেন, দূরত্ব নাকি বিচ্ছেদের বাহানা খোঁজে। গুঞ্জন উঠেছে, এমনটাই নাকি হতে যাচ্ছে মিথিলা-সৃজিতের ক্ষেত্রে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ছিল সৃজিতের জন্মদিন। এদিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে শুভেচ্ছা জানাননি স্ত্রী মিথিলা। আর তাতেই চাউর হয়েছে সম্পর্ক অবনতির খবর। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দূরত্ব দূরে ঠেলে দিচ্ছে সৃজিত-মিথিলাকে। অনেকদিন ধরেই চলছে গুঞ্জনটি। কেননা কাজের সূত্রে কখনও আফ্রিকার তানজানিয়া তো কখনও ইউরোপে থাকেন মিথিলা। সময়-সুযোগ পেলে স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায়। ফলে কাছাকাছি থাকা হচ্ছে না তাদের। তাই নাকি মানসিকভাবেও দূরে সরে যাচ্ছেন তারা। এ কারণেই হাঁটতে চাইছেন বিচ্ছেদের পথে।

এদিকে এর আগেও একাধিকবার সৃজিত-মিথিলার বিচ্ছেদ গুঞ্জন ছড়িয়েছে। দুজনেই তা গুজব বলে জানিয়েছেন। এবার অবশ্য এখনও রা করেননি তারা। ফলে নেটিজেনদের উশখুশ থামছে না।

প্রসঙ্গত, মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি।