টানা চার জয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। তবে পরের দুই ম্যাচেই ধাক্কা খেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর্সেনালের পর এবার তাদের রুখে দিলো নিউক্যাসল ইউনাইটেড।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ইপিএলের ম্যাচে নিউক্যাসলের সঙ্গে ১-১ গোলের সমতায় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। সিটির হয়ে জস্কো গভার্দিওল আর নিউক্যাসলের হয়ে গোল করেন অ্যান্তোনি গর্ডন।
সেন্ট জেমস পার্কে পুরো ম্যাচেই আধিপত্য করে খেলেছিল ম্যানসিটি। ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে ১৬টি শট নেয় তারা। যার ৬টিই ছিল গোলমুখে। বিপরীতে স্বাগতিকদের ১১ শটের ৪টি ছিল লক্ষ্য বরাবর।
প্রথমে লিডটাও পেয়েছিল সিটি। ম্যাচের ৩৫তম মিনিটে জ্যাক গ্রিলিশ আক্রমণে উঠে গভার্দিওলের উদ্দেশে প্রতিপক্ষের বক্সে পাস দেন। বার্ন ও টোনালির বাধা উপেক্ষা করে দুরূহ কোণ থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন সিটি ডিফেন্ডার। ৫৬ মিনিট পর্যন্ত সবকিছু ঠিকই ছিল।
কিন্তু গোলরক্ষক এডারসন বক্সে গর্ডনকে বাজেভাবে বাধা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টির উপহার পায় নিউক্যাসল। সুযোগ কাজে লাগিয়ে সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান গর্ডন।
এরপর লিডে ফেরার অন্য অনেক চেষ্টা করেন হলান্ড, গ্রিলিশরা। তবে তারা ব্যর্থ হন। অন্যদিকে জয় তুলে নেয়ার সুযোগ ছিল নিউক্যাসলের সামনেও। তবে সুযোগ হাতছাড়া করেছেন টোনালি, বার্নেসরা। ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকে।
পয়েন্ট খোয়ালেও ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখনো লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে সিটি। ৫ ম্যাচে সমান ১২ পয়েন্ট করে নিয়ে দুইয়ে লিভারপুল আর অ্যাস্টন ভিলা। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান নিউক্যাসলের।