বাংলাদেশের ইলিশকে সোনার খনি আখ্যা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশ সম্পদ রক্ষা করতে হবে দেশের মানুষকে সচেতন করে মাছ ধরা থেকে বিরত রেখে। অভিযান দিয়ে তো মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে, যদি ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে জেলেদের গ্রেপ্তার করতে হয়, তা হয় লজ্জার বিষয়। বাংলাদেশের সোনার খনি হচ্ছে বাংলাদেশের ইলিশ সম্পদ।
আজ শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে মৎস্য অধিদপ্তরের আয়োজনে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।
১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সকলকে শরীয়তপুরের পদ্মার অভয় আশ্রমে মাছ ধরা থেকে এবং ইলিশ বিক্রি করা থেকে বিরত থাকার আহ্বান জানান ফরিদা আখতার। সেই সঙ্গে তিনি সুরেশ্বর মাছ ঘাটকে মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।