কিছুদিন আগেই ৩৬ বছরে পা দিলেন রবার্ট লেভানডফস্কি। তবে এই বয়সেও যে তার গোলের খুদা মোটেও কমেনি তা প্রমাণ হলো আরেকবার। লা লিগায় তার ২৫ মিনিটের হ্যাটট্রিকে আলাভেসকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
আজ রোববার (৬ অক্টোবর) দেপোর্তিভো আলাভেসকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। এ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল হান্সি ফ্লিকের শিষ্যরা।
মেন্ডিজোররোজাতে ম্যাচের সপ্তম মিনিটে গোলখাতা খোলেন লেভানডফস্কি। ডান প্রান্তে রাফিনিয়ার ফ্রি কিক থেকে পাওয়া বলে হেডে বার্সাকে এগিয়ে নেন তিনি। ২২তম মিনিটে আবারও লেভা-রাফিনিয়া যুগলবন্দি। এবার পাল্টা আক্রমণে প্রায় পুরো মাঠ দৌড়ে রাফিনিয়া বল পাঠান লেভানডফস্কিকে। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি এই স্ট্রাইকার।
ম্যাচের ৩২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন লেভানডফস্কি। এরিক গার্সিয়ার দারুণ এক পাস থেকে বার্সার জার্সি গায়ে তৃতীয় হ্যাটট্রিক করেন তিনি। পেশাদার ক্যারিয়ারে এটি তার ৩৩তম হ্যাটট্রিক।
প্রথমার্ধে ২৫ মিনিটের মধ্যে লেভানডফস্কির এই হ্যাটট্রিকের পর আরও বড় ব্যবধানেই জয় দেখছিল বার্সেলোনা। তবে এরপর একের পর এক গোল মিসের মহড়ায় তা আর হয়নি। প্রচুর গোলের সুযোগ হাতছাড়া করেছে আলাভেসও।