ঢাকা | বঙ্গাব্দ

হাসিনার বিচারে আগামী সপ্তাহেই ট্রাইব্যুনাল

সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনালের জন্য বলা হতো বিচারপতি সংকট। হাইকোর্টে ২৩ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে।
  • | ০৯ অক্টোবর, ২০২৪
হাসিনার বিচারে আগামী সপ্তাহেই ট্রাইব্যুনাল আইন উপদেষ্টা আসিফ নজরুল

জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ট্রাইব্যুনাল পুনর্গঠন বিষয়ে আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনালের জন্য বলা হতো বিচারপতি সংকট। হাইকোর্টে ২৩ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। ছুটি শেষ হলে দুই বা তিন দিনের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। ছাত্র-জনতার পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এসব বিচারপতিদের বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্টের নিজেদেরই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বিগত ১৫ বছরের চেয়ে এবার বিচারপতি নিয়োগ ভালো হয়েছে। তুলনা করলে আপনারা নিজেরাই তা বুঝতে পারবেন।

ছাত্র-জনতার এই আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। টানা চার মেয়াদ ধরে ক্ষমতা ধরে রাখা শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এর আগে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব হত্যাকাণ্ডের অভিযোগে প্রায় দুশো মামলা ইতোমধ্যে দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩১টি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে শেখ হাসিনার গঠন করা আদালতেই তার বিচারের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন পুনর্গঠন করা হয়েছে। যেখানে বিচারকাজ হবে সেই অবকাঠামো পুনর্নিমাণের কাজ পুরোদমে চলছে।