ঢাকা | বঙ্গাব্দ

নিঃসন্তান রতন টাটার ৩৮০০ কোটির উত্তরসূরি কে?

নিঃসন্তান রতন টাটার উত্তরাধিকার নিয়ে প্রশ্ন স্বাভাবিক। সম্ভাব্য কয়েকটি নাম উঠে এসেছে সামনে, যারা হতে পারেন টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ নেতা।
  • | ১০ অক্টোবর, ২০২৪
নিঃসন্তান রতন টাটার ৩৮০০ কোটির উত্তরসূরি কে? রতন টাটা
বিশ্বের অন্যতম বিশাল শিল্প সাম্রাজ্যের মালিক রতন টাটা বুধবার (৯ অক্টোবর) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে বহুদিন আগেই সরে দাঁড়ান তিনি, তবে বোর্ড সদস্য হিসেবে তার অবদান অব্যাহত ছিল। তার মৃত্যুর পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই ৩৮০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য সামলাবেন কে?

রতন টাটা নিঃসন্তান, তাই উত্তরাধিকার নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ইতিমধ্যে সম্ভাব্য কয়েকটি নাম উঠে এসেছে সামনে, যারা হতে পারেন টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ নেতা।

নোয়েল টাটা

রতন টাটার বাবা নাভাল টাটার দ্বিতীয় স্ত্রীর সন্তান নোয়েল টাটা বর্তমানে টাটা গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তিনি ট্রেন্ট ও টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান এবং টাটা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া টাইটান ও টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। রতন টাটার অবর্তমানে তিনিই সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরী হিসেবে দেখা হচ্ছে।

নেভিল টাটা

নোয়েল টাটার ছোট ছেলে নেভিল টাটা, যার বয়স ৩২ বছর, বর্তমানে টাটা গোষ্ঠীর অধীনস্থ ট্রেন্ট লিমিটেডের স্টার বাজারের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। টাটা গ্রুপের ভবিষ্যৎ উত্তরসূরী হিসেবে তার নামও উচ্চারিত হচ্ছে।

লিয়া টাটা

নোয়েল টাটার মেয়ে লিয়া টাটা (৩৯), স্পেনের একটি বিখ্যাত বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষে টাটা গোষ্ঠীতে যোগ দিয়েছেন। তিনি মূলত হোটেল সেক্টরটি দেখেন এবং তার নেতৃত্বে তাজ হোটেল নতুন উচ্চতায় পৌঁছেছে। হসপিটালিটি সেক্টরে তার অবদান টাটা গ্রুপের গুরুত্ব আরও বাড়িয়েছে। উত্তরাধিকার হিসেবে তাকেও অন্যতম সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মায়া টাটা

সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছে নোয়েল টাটার কন্যা মায়া টাটা (৩৪)। বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে টাটা গোষ্ঠীর ডিজিটাল সেক্টরে যুক্ত হয়েছেন। টাটা নিউ (Tata Neu) অ্যাপের নেতৃত্ব দিয়েছেন মায়া, যা টাটা গোষ্ঠীর ডিজিটাল কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনিও উত্তরাধিকারীর দৌড়ে আছেন বলে শোনা যাচ্ছে।

রতন টাটার মৃত্যুতে শোকের ছায়া নেমে এলেও, তার গড়া টাটা সাম্রাজ্যের ভবিষ্যৎ এখন নতুন নেতৃত্বের অপেক্ষায়।