জাতীয় দলের হয়ে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই খেলতে চান কিলিয়ান এমবাপ্পে। ব্যালন ডি’অর জিততে তার ফোকাস এখন শুধুই ক্লাবের ম্যাচগুলোর দিকে। সম্প্রতি ফ্রান্সের ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফুট মার্কেতো এমনটাই জানিয়েছে।
স্বাভাবিকভাবে ইউরোপের শীর্ষ লিগগুলোতে ম্যাচের সংখ্যা বেশি থাকে। তারপর এবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন সংস্করণ ম্যাচের সংখ্যা আরও বাড়িয়েছে। সেখানে নেশন্স লিগের মতো গুরুত্বহীন ম্যাচগুলোতে খেলতে আগ্রহী নন অনেক ইউরোপীয় তারকারা। সে তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের নাম।
চলতি আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের ক্যাম্পে যোগ দেননি এমবাপ্পে। মাঝে চোট পেলেও বিরতির আগেই সেই চোট কাটিয়ে ফিরেছেন তিনি। তবুও নিজেকে ফিট রাখতে বিশ্রামে রয়েছেন ফ্রান্সের এই ফুটবলার। এরমধ্যেই এবার জানা গেলো চোটের ঝুঁকি কমাতে ফ্রান্সের হয়ে বেছে বেছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই খেলতে চান ২৫ বছর বয়সী এই ফুটবলার।
ফ্রান্সের ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফুট মার্কেতো জানিয়েছে, ফ্রান্সের হয়ে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চান, নিজের এই ইচ্ছার কথা তিনি জানিয়েছেন কোচ দিদিয়ের দেশমকে। ব্যালন ডি’অর জিততে রিয়ালের হয়ে দারুণ দারুণ কিছু করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই ২০২৫ সালে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলার কথা জানিয়েছেন কোচকে।
মূলত চোটের হানা থেকে নিজেকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে। ঠাঁসা সূচির কারণে চলতি মৌসুমে এরমধ্যেই অনেক তারকা খেলোয়াড় ছিটকে গিয়েছেন লম্বা সময়ের জন্য।
চলতি মৌসুমে এরমধ্যেই চোটের সঙ্গে লড়াই করেছেন এক দফা। সে চোট কাটিয়ে ফিরেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে। যদিও চোট থেকে ফিরে জ্বলে উঠতে পারেননি। তাই নিজের ছন্দ ধরে রাখতে ফিট থাকার বিকল্প দেখছেন না ফরাসি অধিনায়ক।
চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে সব মিলিয়ে ১১ ম্যাচে ৭ গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। আন্তর্জাতিক বিরতিতে এবার এমবাপ্পেকে ছাড়া এরমধ্যেই ইসরায়েলের সঙ্গে একটি ম্যাচ খেলেছে ফ্রান্স। সেই ম্যাচ তারা জিতেছে ৪-১ গোলের ব্যবধানে। আগামী সোমবার বেলজিয়ামের বিপক্ষে নামবে দলটি।